আপনার জমির খতিয়ান বা পর্চা অনুসন্ধানের বিস্তারিত ধারাবাহিক প্রক্রিয়া ধাপে ধাপে বর্ণনা করা হলঃ
জমির খতিয়ান পর্চা বের করার, প্রয়োজনীয় তথ্য
আপনি যদি আপনার জমির খতিয়ান পর্চা যাচাই করতে চান? তাহলে আপনার, অবশ্যই কিছু প্রয়োজনীয় তথ্যের প্রয়োজন হবে। এই তথ্যগুলো ছাড়া আপনি অনলাইনে জমির খতিয়ান পর্চা অনুসন্ধান করতে পারবেন না।
অনলাইনে জমির খতিয়ান পর্চা বের করার জন্য প্রয়োজনীয় তথ্যের তালিকা:
- জমির দাগ নম্বর।
- জমির মালিকের নাম।
- জমির স্থান।
- খতিয়ানের ধরণ।
- জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ।
প্রথম ধাপ: ই-পর্চা ওয়বসাইটে প্রবেশ
প্রথমে যে কোন ব্রাউজার থেকে ডিজিটাল ভূমিসবার ই পর্চা ওয়েবসাইট এ প্রবেশ করুন। লিংক: https://www.eporcha.gov.bd
দ্বিতীয় ধাপ: সার্ভে খতিয়ান এ প্রবেশ
উপরের লিংকে প্রবেশের পর নিচে দেওয়া চিত্রের মতো একটি ওয়েবসাইট পাবেন। এখানে থেকে “সার্ভে খতিয়ান” এ ক্লিক করুন।