LifeSupport-IT

📞 01950087868 ✉ info@lifesupportit.com

Terms & Condition
আমাদের শর্তসমূহঃ
১। Life Support-IT এর ছাত্র/ছাত্রীরা শুধু মাত্র ভিডিও টিউটোরিয়াল দেখার অধিকার রাখে।
২। কোর্স কেনার পর কোর্স ফি অফেরত যোগ্য।
৩। Life Support-ITy এর টিউটোরিয়াল দেখার জন্য একজন কিনে ১ এর অধিক একই আইডি অন্য কাউকে শেয়ার করা যাবে না।
৪। Life Support-ITএর অফিসিয়াল সিদ্ধান্ত চুড়ান্ত এবং সকল বিষয়ে বহাল থাকবে এবং অধিকার রাখে।
৫। আমাদের ভিডিও টিউটোরিয়াল সম্পূর্ন কপিরাইটের আওতায়। এই টিউটোরিয়াল গুলো অন্য কোথাও শেয়ার করা যাবে না। শুধু মাত্র যারা কোর্সে ভর্তি হবেন তারাই সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে দেখতে পারবেন।
৬। টিউটোরিয়াল কোন প্রকার ডাউনলোড করার অনুমতি নাই।
৭। Life Support-IT একাডেমী কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতিত যে কোন কোর্সের ভিডিও বা ওয়ার্ক স্যাম্পল ডাউনলোড করে ডিস্ট্রিবিউশন করা সম্পূর্নরুপে নিষিদ্ধ এবং আইনত দন্ডনীয় অপরাধ।
Life Support-IT প্রাথমিকভাবে দক্ষতা ভিত্তিক কোর্স এবং শেখার উপকরণ সম্পর্কে তথ্য সরবরাহ করে। এই সাইটটি রেজিস্ট্রেশন করার মাধ্যমে আপনি আপনার নাম, ঠিকানা, ইমেইল বা মোবাইল এর তথ্য দিয়ে আপনি এই দ্বারা সম্মত হন যে আপনি যে সার্ভিসটি বেছে নিয়েছেন সেগুলি গ্রহণ এবং ক্রয় করতে আগ্রহী। আপনি এও সম্মতি দিচ্ছেন Life Support-IT বা তার অংশীদার প্রতিষ্ঠানের কাছে আপনার তথ্য সরবরাহ করার অধিকার সংরক্ষণ করে এবং আপনাকে কুইক টিম বা তার অংশীদার প্রতিষ্ঠান দ্বারা ইমেইল, টেলিফোন অথবা এসএমএসের মাধ্যমে সেবা/সার্ভিস বিক্রয় করার জন্য যোগাযোগ করা যেতে পারে।
উপরোক্ত যেকোন একটি শর্তের ব্যাত্তয় হলে আপনার কোর্সের অ্যাক্সেস বাতিল করা হতে পারে এবং পুনরাবৃত্তির ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট পার্মানেন্ট ভাবে ব্লক করা হবে।
কনটেন্ট ডিসক্লেইমারঃ
যে কোন কোর্সে ভর্তির আগে কোর্স সম্পর্কে ভালোভাবে জেনে নিন। ভর্তি হওয়ার পর, কোর্সের বিষয়বস্তু সম্পর্কে কোন অভিযোগ গ্রহণ করা হবে না। কিন্তু কোর্সের কোন কনটেন্টের বিশেষ অংশ সম্পর্কে আপনার কোন অনুরোধ কিংবা অভিযোগ থাকলে, আপনি আমাদের ইমেইল বা ফেসবুক পেজের মাধ্যমে জানাতে পারেন। একজন শিক্ষার্থী হিসাবে, আপনি আপনার কোর্স সম্পর্কে আপনার প্রশিক্ষকদের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। তবে এক্ষেত্রে কোন অপমানজনক এবং অনৈতিক আবদার গ্রহণযোগ্য নয়।

পেমেন্ট পলিসিঃ
অনুগ্রহ পূর্বক বলা হচ্ছে, পেমেন্ট করার আগে দয়া করে করে কোর্সের মূল্য সম্পর্কে নিশ্চিত হয়ে নিন। পেমেন্ট সম্পন্ন করার পর কোন অভিযোগ বিবেচনা করা হবে না।
কপিরাইট পলিসিঃ
Life Support-IT ওয়েবসাইট শিক্ষার্থী বা ভিজিটর বা ইউজার শুধুমাত্র নিজস্ব এবং অ-বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য এই ওয়েবসাইট থেকে কোন তথ্য প্রিন্ট করতে পারবেন। কুইক টিম একাডেমী এর পূর্ব লিখিত সম্মতি ছাড়া এই ওয়েবসাইট থেকে কোন কনটেন্ট ফ্রেমিং বা রিপাবলিকেশন অথবা বাণিজ্যিক ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এর ব্যত্যয় ঘটলে তা অপরাধ হিসাবে গণ্য হবে এবং বাংলাদেশ কপিরাইট আইন, ২০০০ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
Scroll to Top