জমির খতিয়ান বা পর্চা খুবই গুরুপ্তপূর্ণ জিনিস, জমি ক্রয়-বিক্রয়, দান , উত্তরিধিকার নির্ণয় এবং জমির প্রকৃতি , পরিমান , মালিক ও অংশীদারের ইত্যাদি তথ্য জানতে খতিয়ান বা পর্চার দরকার হয়।
এই আর্টিকেল পড়ে খুব সহজে ঘরে বসে আপনিও আপনার জমির খতিয়ান পর্চা অনুসন্ধান করতে পারবেন।
খতিয়ান কি?
খতিয়ান হলো একটি সরকারি নথিপত্র যাতে একটি নির্দিষ্ট মৌজায় অবস্থিত জমির মালিকানা, দখল, পরিমাণ, শ্রেণি, খাজনা ইত্যাদি বিবরণ লিপিবদ্ধ থাকে। খতিয়ান হলো ভূমি রেকর্ড জমির মালিকানা ও অন্যান্য তথ্যের একটি সংক্ষিপ্তসার।
পর্চা কি?
পর্চা হলো খতিয়ানের একটি অনুলিপি বা অংশ। একটি খতিয়ানে একাধিক পর্চা থাকতে পারে। পর্চাতে একটি নির্দিষ্ট দাগ নম্বরের জমির মালিকানা, দখল, পরিমাণ, শ্রেণি, খাজনা ইত্যাদি বিবরণ থাকে।
তাই খতিয়ান ও পর্চা আদতে একই জিনিস।