LifeSupport-IT

📞 01950087868 ✉ info@lifesupportit.com

বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে ফেসবুক মার্কেটিং

ফেসবুক ব্যবহার করে আপনার কোম্পানির পণ্য বা সেবা খুব সহজে গ্রাহকরের কাছে পৌঁছে দেয়া অথবা ব্র্যান্ডিং ও ভিজিবিলিটি বৃদ্ধি করাই হচ্ছে ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং এ সাধারণত কোন পণ্য বা সেবার বিজ্ঞাপন তৈরি করে সেটিকে সম্ভাব্য গ্রাহকের কাছে পৌঁছে দেয়া হয়।

ফেসবুক মার্কেটিং কেন প্রয়োজন?

সারাবিশ্বে অন্তত ৪২% ব্যবসায়ী মনে করেন,

ফেসবুক তাদের বিজনেসের প্রধান হাতিয়ার

ফেসবুককে আমরা কম বেশি সকলেই চিনি পৃথিবীর সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে । প্রতিদিন প্রায় ১.৫ বিলিয়ন মানুষ একবার হলেও ফেসবুকে লগইন করেন। আর প্রতিমাসে এই সংখ্যাটা যেয়ে দাঁড়ায় ২.৩ বিলিয়নে। সেখানে প্রায় ৭ মিলিয়নেরও বেশি সক্রিয় কোম্পানি এই বিশাল দর্শকদের জন্য বিজ্ঞাপন তৈরি করে। বাংলাদেশে বর্তমানে ৫ কোটি ২৭ লক্ষ+ মানুষ ফেসবুক ব্যবহার করছে, যা বাংলাদেশের মোট জনসংখ্যার ৩২.২ শতাংশ। এই মানুষগুলোর মধ্যে বিশাল সংখ্যা যেমন গ্রাহক আবার বিশাল সংখ্যক বিক্রেতা। এই সংখ্যাগুলো দেখেই বুঝা যায় ফেসবুক মার্কেটিং কি পরিমাণ গুরুত্বপূর্ণ। গত এক দশকে, ফেসবুক ইন্টারনেট জগতের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সবচেয়ে বড় মার্কেটপ্লেসে পরিণত হয়েছে এবং ব্যবসা প্রচারের জন্য সবচেয়ে নির্ভরশীল স্থান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

কেন আমাদের ফেসবুক মার্কেটিং সার্ভিস নেবেন?

আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ ফেসবুক মার্কেটার। যারা আপনার ব্যবসার জন্য সঠিক মার্কেটিং প্ল্যান এবং বিজ্ঞাপনগুলি তৈরি করে সার্বক্ষণিক ট্র্যাক করবে, যাতে আপনি আপনার বিনিয়োগের সর্বোত্তম ROI পেতে পারেন। আমার আপনার ব্যবসার সর্বোত্তম ফলাফল অর্জনের জন্য নিবেদিত।

এড ডেভেলপমেন্ট

অর্ডার প্লেস করবার পর অ্যাড রান করবার পূর্বে অ্যাড এর প্ল্যানিং নিয়ে গাইডলাইন দেওয়া থেকে শুরু করে কন্টেন্ট প্ল্যানিং এবং অ্যাড সম্পর্কিত বিবিধ বিষয়ে আপনাকে ব্রিফ করা এবং অ্যাড কি ধরণের হবে সেই সম্পর্কে আমাদের পক্ষ থেকে আপনাকে একটা ধারণা দেয়া হবে। এছাড়াও কমপ্লিট ফেসবুক মার্কেটিং প্যাকেজের মধ্যে আপনার যদি স্পেসিফিক মার্কেটিং প্ল্যানিং লাগে তবে আমরা বিভিন্ন মার্কেট রিসার্চ ও কেস স্টাডি করে আপনাকে একটা কমপ্লিট প্ল্যানিং ডেলিভার করবো।

এড ম্যানেজমেন্ট

অ্যাড রান হবার পর আমরা আপনার অ্যাড সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবো এবং আপনাকে টাইম টু টাইম রিপোর্ট করবো যাতে অ্যাড রান হবার পর অ্যাড এর কন্ডিশন সম্পর্কে আপনি সম্পূর্ণরূপে অবহিত থাকেন। এছাড়া যদি আপনার অ্যাড এর খরচ কোন কারণে বেশি থাকে তবে আমাদের থেকে অ্যাড অপটিমাইজ এবং অ্যাড এর খরচ কমিয়ে আনার বিষয়ে সম্পূর্ণ সাপোর্ট এবং গাইডলাইন পাবেন । অ্যাড অপটিমাইজেশন এর সম্পূর্ণ দিকনির্দেশনা আমাদের পক্ষ থেকে পাবেন। 

এড পরবর্তী সেবা

অ্যাড কমপ্লিট হলে অ্যাড এর কমপ্লিট রিপোর্ট আমরা ডেলিভার করে থাকি। এছাড়াও মার্কেটিং সম্পর্কিত প্ল্যানিং এবং পূর্বে মার্কেটিং রিলেটেড কোন সমস্যার সম্মুখীন হয়ে থাকলে সেটার কনসালটেন্সি ওয়ান টু ওয়ান ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে দিয়ে থাকি। যদি এড এ কোন সমস্যা হয় (এড রিজেকশন, এড ক্রিয়েটিভ ফ্যাটিগ, পেজ রেস্ট্রিকশন) তবে আমাদের থেকে এইসব বিষয়ে উত্তরণের পূর্ণ সমধান এবং দিকনির্দেশনা আমাদের পক্ষ থেকে পাবেন।

আপনি কি ফেসবুক মার্কেটিং নিয়ে

একটি মিটিং করতে চান?

আমাদের অভিজ্ঞ ফেসবুক মার্কেটিং টিম আপনার বাজেট এবং চাহিদা অনুযায়ী একটি সঠিক মার্কেটিং প্ল্যান তৈরি করে আপনার ব্যবসায় উন্নতির ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করবেন।

কিভাবে আমাদের ফেইসবুক এ্যাডভার্টাইজিং সার্ভিস নেবেন?

ধাপ ১

শুরুতে আপনার পেজের লিংকটি আমাদেরকে শেয়ার করবেন, আমরা আপনার পেজ স্টাডি করার মাধ্যমে আমাদের কর্মপদ্ধতি/প্ল্যানিং নির্ধারণ করবো।

ধাপ ২

আমাদের প্ল্যানিং নির্ধারণ করার পর আমাদের প্রতিনিধিদের প্রভাইড করা আইডিকে আপনার পেজের এডভারটাইজার করে দেবেন।

ধাপ ১

যে পোষ্টে অ্যাড রান করবেন, সেই পোষ্টটির লিংক আমাদের ইনবক্সে দিবেন যাতে আমরা চেক করে দেখতে পারি ফেসবুকের পলিসি অনুযায়ী সেটার অপর অ্যাড রান করা যাবে কিনা। 

ধাপ ৪

আমাদের পলিসি হলো এড রান করার পূর্বে এড এঁর পুরো বিল আমরা নিয়ে থাকি। এক্ষেত্রে পেজ থেকে আমাদের পেমেন্ট লিংক, ব্যাংক একাউন্ট অথবা মোবাইল ব্যাংকিংয়ের ( বিকাশ, নগদ, রকেট) মাধ্যমে আপনার নির্ধারিত বিলটি পরিশোধ করবেন।

ধাপ ৫

পেমেন্ট ক্লিয়ার হবার পর আমরা আমাদের পূর্বে নির্ধারিত আপনার বিজনেসের জন্য প্ল্যানিং অনুযায়ী অ্যাড এর কাজ শুরু করবো।

বি: দ্র: আমাদের সাথে কাজ শুরু করার আগে অবস্যই আমাদের পলিসি সম্পর্কে জেনে নিবেন।

ফেসবুক মার্কেটিং সম্পর্কিত কিছু প্রশ্ন:

একটি এড এঁর ডিউরেশন বা সময় এড এঁর বাজেটের ওপর নির্ভর করে। আপনি আপনার সুবিধামতো দিন নির্ধারন করে বাজেট খরচ করতে পারেন। দৈনিক যত খরচ করবেন, সেই অনুপাতে রেজাল্ট আসবে। সর্বনিন্ম প্রতিদিন ১ ডলার দেয়া যায়। মানে ৩০ ডলার দিয়ে সর্বাধিক ৩০ দিন ক্যাম্পেইন চালাতে পারবেন। তবে আপনি যদি আপনার এড শুরু থেকেই অপটিমাইজ করতে চান এবং তার থেকে একটা ভালো ফলাফল পেতে চান তবে আমাদের পরামর্শ হলো দৈনিক অন্তত ৩-১০ ডলার বরাদ্দ দিন যাতে একটি স্ট্যান্ডার্ড স্পিড বা ভালো লিড পাওযা যায়। ফেসবুক আপনার বাজেটের পুরোটা খরচ করতে না পারলে এবং বাড়তি টাকা থেকে গেলে তা আমরা রিফান্ড করে থাকি।

একটি এড কতজন দেখবে বা কত রিচ হবে এর সুনির্দিষ্ট কোন সংখ্যা নেই। কারন এড পারফরমেন্স অনুযায়ী এবং ফেইসবুকের নিজস্ব কিছু পলিসি অনুযায়ী (কন্টেন্ট, ডেইলি বাজেট, এড কোয়ালিটি স্কোর, প্রতিদ্বন্দী এড- এর পরিমান ইত্যাদী) কারণে কম বেশী হয়ে থাকে।

সাধারনত আমরা যখন এড ম্যানেজার হতে কােন এড পাবলিশ করি তখন সেটা ফেসবুক পর্যালোচনা বা যাচাই বাছাই করার জন্য রিভিউতে নিয়ে নেয়। রিভিউর এই সময়টি ৩০ মিনিট থেকে ২৪ ঘন্টার বেশিও হতে পারে, এতে চিন্তিত হওয়ার কোন কারন নেই। এটা করার কারন হলো ফেসবুক এ্যাড এর কিছু নিয়ম কানুন রয়েছে যাকে বলা হয় ফেসবুক এ্যাড পলিসি। আপনার পোস্ট বা কন্টেন্ট যদি তাদের এ্যাড পলিসি বিরোধি হয় তাহলে আপনার বিজ্ঞাপনটি বাতিল বা রিজেক্ট করে দেওয়া হবে, আর যদি তাদের এ্যাড পলিসি বিরোধি না হয় তাহলে বিজ্ঞাপনটি সাধারণত ২৪ ঘন্টার ভেতর একটিভ হয়ে যায়।

Scroll to Top